ডোমেইনের মালিক হিসেবে আপনার অধিকার সমূহ । Domain owner rights । Domain registrants rights
ডোমেইন কেনার পরে আপনার যেসব বিষয় সম্পর্কে আপনার জানা থাকা দরকার তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার অধিকার সমূহ । ডোমেইন মালিক হিসেবে আপনার অধিকারসমূহ নিচে দেওয়া হলঃ
- যে কোম্পানি থেকে সার্ভিস নিয়েছেন তাদের সাথে চুক্তি আপনার যাচাই-বাছাই করার অধিকার থাকা ।
- কত টাকায় ডোমেইন রেজিস্ট্রেশন করতে দিচ্ছে এবং সাপোর্ট কিভাবে দিচ্ছে, সেই সম্পর্কে তারা আপনাকে ইনফর্ম করবে অথবা আপনি জানতে চাইলে তারা আপনাকে জানাবে ।
ডোমেইনের সাথে যদি অন্য কোন সার্ভিস দিয়ে থাকে, যেমন প্রক্সি বা ডোমেইন প্রিভেসি প্রটেকশন দিয়ে থাকে সেটা কিভাবে দিচ্ছ্ সেটা সাপোর্ট কিভাবে দিবে সেটা জানার অধিকার আছে । - ডোমেইন প্রোভাইডার এর ভুল কোন তথ্যের মাধ্যমে আপনারা যদি প্রতারিত হন,তাহলে আপনি দেশীয় আইন এর সাহায্য এবং সহযোগিতা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।
One of the most important things you need to know after buying a domain is your rights. Your rights as a domain owner ( Registrants ) are as follows:
- You have the right to verify the contract with the company from which you have taken the domain registration service.
- They will inform you about how much they are charging for domain registration and how they are providing support, and they should address your queries properly. If you have a domain with another service, such as a proxy or domain privacy protection, you have the right to know about the services and support for it.
- If you are deceived by any wrong information by the domain registration provider ( registrar / reseller ), you can take necessary action with the help and cooperation of the domestic law.
Domain Name Registrants’ Rights Reference: https://www.icann.org/resources/pages/benefits-2013-09-16-en