Skip to content

Imran Hossen

Tech Entrepreneur

Menu
  • Home
  • Imran Hossen
  • Imran Hossen Experience
  • Blog
  • Book Meeting
Menu
owner of the internet

ইন্টারনেটের মালিক কে ? Who owns the Internet ?

Posted on July 17, 2021October 26, 2024 by Imran Hossen

বিশ্ব  আজ হাতের মুঠোয়। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে মানুষ সেকেন্ডের মধ্যে যোগাযোগ করে ইন্টারনেটের মাধ্যমে । 

সারা বিশ্বের  এই ইন্টারনেট কোন কোম্পানি অথবা সংস্থা যদি নিয়ন্ত্রণ না করে, তাহলে কিভাবে একই নিয়মে সারা বিশ্বে ইন্টারনেট চলে?  কে এই ইন্টারনেটের মালিক ? 

চলুন আজকে খুঁজে বের করা যাক ইন্টারনেট কে নিয়ন্ত্রণ করে বা ইন্টারনেটের মালিক কে?

 উনবিংশ শতাব্দী শুরুর দিকে,কম্পিউটারের মাধ্যমে যোগাযোগের ব্যবস্থা নিয়ে বিভিন্ন সংস্থা গবেষণা শুরু করে  .

১৯৬০ সালে আমেরিকান ডিফেন্সের প্রয়োজনে যে গবেষণা হচ্ছিল , সেটির প্রোটোটাইপ সফল ভাবে কাজ. 

১৯৬৯ ,২৯ অক্টোবর, মহাবিপ্লব শুরু হয় , এই  দিন, সফলভাবে দুটি কম্পিউটারের মাঝে মেসেজ আদান প্রদানে সক্ষম হয়েছিল এই আর্পা নেটওয়ার্কের মাধ্যমে ।

বর্তমান বিশ্বে ফাইবার অপটিক এর মাধ্যমে আইএসপি আমাদের ঘরে ঘরে ইন্টারনেটের নেটওয়ার্ক স্থাপন করেছে ।

ইন্টারনেটের মালিক কে ? Who owns the Internet ?

১৯৮৩ সালের আর্পানেট ওয়র্কের দায়িত্বে ছিলেন জন ফস্টেল ( John Postel ) ,  তিনি এক মহাবিপ্লব নিয়ে আসেন যেটা IANA ফাংশন নামে পরিচিত হয়.  এমন একটা সৃষ্টির মাধ্যমে সারাবিশ্বে সকল কম্পিউটার একটা সিঙ্গেল নেটওয়ার্কে যুক্ত থেকে যোগাযোগ করতে পারে।

অনেকেই জন জন ফস্টেল ( John Postel )কে ইন্টারনেটের  ঈশ্বর বলেন।  আমরা তার প্রতি কৃতজ্ঞ.

আয়না ফাংশন , ডিএনএ সিস্টেম এবং টিম বার্নার্স লি এর উদ্ভাবিত WWW মাধ্যমে এক মহাবিপ্লব নিয়ে আসে ইন্টারনেট জগতের. 

এত সুন্দর ইন্টারনেট ব্যবস্থা কি, কোন গভর্নেন্স ছাড়া নিরাপদ রাখা সম্ভব? উন্নয়ন সম্ভব? 

১৯৯৮ সালে আমেরিকার সরকার ডিপার্টমেন্ট অফ কমার্স এর অধীনে non-profit অর্গানিজেশন ICANN শুরু করেন, 

ইন্টারনেট কে সারা বিশ্বের মানুষের অধিকার হিসেবে দেওয়ার জন্য আইকেন কে ২০১৪ সালে আমেরিকার সরকার নিজেদের আওতামুক্ত করে,  গ্লোবাল multi-stakeholder মডেল রূপান্তর করে.

 যা 2017 সালে সফলভাবে ইন্টারনেট বিশ্বব্যাপী multi-stakeholder মডেল এর কাজ শুরু করে.

তাহলে কি এই সকল ইন্টারনেটের বিষয়কে নিয়ন্ত্রণ করে ICANN?

 ICANN গঠিত বিশ্বব্যাপী  multi-stakeholder মডেলে , সারা বিশ্বের সব ধরনের মানুষ ,  সংস্থা এখানে একসাথে ইন্টারনেটের policy-making এ কাজ করেন.

ICANN তিনটি সাপোর্টিং সংস্থা এবং চারটি এ্যাডভাইজারী কমিটি মাধ্যমে সারা বিশ্বের মানুষকে নিয়ে ইন্টারনেটের প্রয়োজনীয় পলিসি এবং প্রসেস ডিজাইন করে.

তাহলে এখানে বোঝা যাচ্ছে সারা বিশ্বের যে কোনো মানুষই এই ইন্টারনেটের প্রসেস policy-making এ যুক্ত থাকতে পারেন. 

এখান থেকে আমরা বলতে পারি ইন্টারনেটের একক কোনো মালিকানা নাই । 

 ইন্টারনেট একটি স্বনির্ভর প্রসেস. মানুষের জন্য ইন্টারনেট এবং মানুষ ইন্টারনেটের নিয়ন্ত্রক. মানুষী ইন্টারনেট এর মালিক ।

The world is in our hands today. People from one corner of the earth to the another communicate in seconds via the Internet.

If this worldwide Internet is not controlled by any company or organization or person, then how does the Internet operate all over the world according to the same rules? Who owns this internet?

Let’s find out today who controls the internet or who owns the internet?

 In the early nineteenth century, various organizations began researching computer communication systems.

In the year of 1960, In need of the American defense research was ongoing and its prototype was working successfully. The Great Revolution began on October 29, 1969. On this day, two computers were able to successfully exchange messages through the ARPA network.

In today’s world, ISP has established a network of internet in our homes through fiber optics.

John Postel, in charge of the 1983 ARPANet, brought about a great revolution known as the IANA function. With such a creation, all the computers in the world can communicate from a single network.

Many call John Postel the god of the Internet. We are grateful to him.

IANA Functions, DNA Systems and Tim Berners-Lee’s invention brings a great revolution to the Internet world through the WWW.

Is it possible to keep such a beautiful internet system safe without any governance? Is further development of it possible?

In 1998, the US government started ICANN, a non-profit organization under the Department of Commerce.

In 2014, the US government declared the ICANN as a global multi-stakeholder model, giving the Internet the rights of people around the world.

Which in 2017 successfully launched the work of the global multi-stakeholder model of the Internet.

So does ICANN control all these internet issues?

 In the global multi-stakeholder model of ICANN, people from all walks of life around the world work together on Internet policy-making.

ICANN, through three supporting agencies and four advisory committees, designs the necessary Internet policies and processes for people around the world.

This means that any person from all over the world can be involved in the policy-making of this internet process.

From here we can say that there is no single ownership of the internet.

The Internet is a self-contained process. The Internet for people and the Internet is the regulator of people. People own the Internet.

References: https://www.icann.org/en/history/icann-usg

Imran Hossen

Imran Hossen
Imran Hossen is a tech entrepreneur with a passion for innovation in the domain name and cloud web hosting industries. As the Managing Director of EyHost Ltd., he brings a wealth of experience and expertise to his role.
Imran Hossen proud to be associated with organizations such as BASIS (Bangladesh Association of Software and Information Services), BC (Business Constituency) at the ICANN (The Internet Corporation for Assigned Names and Numbers), and the Internet Society (ISOC) Bangladesh chapter, where he represents EyHost Ltd. as a representative. Read More
  • LinkedIn
  • Facebook
  • YouTube

Archives

  • February 2025
  • September 2024
  • July 2024
  • July 2023
  • February 2023
  • March 2022
  • September 2021
  • August 2021
  • July 2021
© 2025 Imran Hossen | Powered by Superbs Personal Blog theme