আবু নছর ইমরান চৌধুরী থেকে ইমরান হোসেন

আবু নছর ইমরান চৌধুরী থেকে ইমরান হোসেন

আমার জন্ম আমার নানার বাড়িতে, দলিয়ারপুর গ্রাম, চুয়াডাঙ্গা জেলা। আমি, আমার বাবা মায়ের প্রথম সন্তান।

আমার বাবা, আমার নাম রাখেন আবু নছর ইমরান চৌধুরী। আমার প্রাথমিক বিদ্যালয়ে, আমার সকল কাজে আমার নাম লেখা হত আবু নছর ইমরান চৌধুরী। আমার প্রাথমিক বিদ্যালয়ের নাম হলো কোমরপুর প্রাথমিক বিদ্যালয়। এটি মেহেরপুর জেলার মুজিবনগর থানায় আবস্থিত।

আমি যখন ৫ম শ্রেণীতে উঠি, আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব দলু আমার নাম লিখে দিলেন মোঃ এমরান হোসেন বাংলাতে এবং ইংলিশে MD. EMRAN HOSSEN

এরপর ৫ম শ্রেণী শেষ করে যখন, ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হই সাহেবপুর মাধ্যমিক বিদ্যালয়ে। আমার ভর্তির সময় আমার নাম লেখা হয় মোঃ ইমরান হোসেন বাংলাতে এবং ইংলিশে MD. IMRAN HOSSEN

মোঃ ইমরান হোসেন বাংলাতে এবং ইংলিশে MD. IMRAN HOSSEN

এখন আমার সব ধরনের সার্টিফিকেটে এই নতুন নাম ব্যবহার হচ্ছে। যদিও আমার নামে আনেক বার পরিবর্তন করা হইছে, আমার কোথাও নামের জন্য সমস্য পড়তে হইনি। কারণ, আমার ডাক নাম ” ইমরান ” এবং সব সার্টিফিকেটে মোঃ ইমরান হোসেন লেখা থাকত।

মোঃ ইমরান হোসেন আমার বাংলাতে অফিসিয়াল নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Me